এস এম ফয়সাল রহমান খুলনা
খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ১ নম্বর জেটির পাশে অজ্ঞাতনামা এক অর্ধগলিত পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে।শিপইয়ার্ড কর্তৃপক্ষ জানান, জেটির পাশে লাশ ভেসে উঠতে দেখেই তারা দ্রুত স্থানীয় লবনচড়া থানাকে অবহিত করেন। খবর পেয়ে দুপুর ১টা ১৫ মিনিটে লবনচড়া থানার টহল টিম ও নৌ-পুলিশের সদস্যরা (ইন্সপেক্টর মো. আবুল খায়েরের নেতৃত্বে) ঘটনাস্থলে পৌঁছে শিপইয়ার্ড কর্তৃপক্ষের সহায়তায় লাশটি উদ্ধার করে।পরবর্তীতে অজ্ঞাত লাশটি ময়নাতদন্ত ও আইনানুগ প্রক্রিয়ার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করার জন্য অপেক্ষামান রয়েছেন । এ ঘটনায় লাশের পরিচয় শনাক্তকরণ এবং আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।