মহিদুল ইসলাম (সোনাতলা)
বগুড়া জেলার সোনাতলা থানাধীন যমুনা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে মিজানুর রহমান (০৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনা ঘটেছে গত ২০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ বিকাল অনুমান ৩টা ঘটিকায়। নিহত মিজানুর রহমান বগুড়া জেলা সোনাতলা উপজেলা পাকুল্লা ইউনিয়নের পূর্ব সুজাইতপুর গ্রামের মোঃ রেজাউল সরকারের ছেলে। সেদিন বিকালে মিজানুর রহমান তার বাড়ি থেকে প্রায় ১০০ গজ দক্ষিণে যমুনা নদীতে আরও দুই শিশুর সাথে গোসল করতে যায়। গোসল শেষে দুই শিশু ফিরে এলেও মিজানুর আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে জানা যায় যে মিজানুর নদীতে ডুবে গেছে। খবর পেয়ে রাজশাহী থেকে ডুবুরি দল এসে দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়েও শিশুটিকে খুঁজে পায়নি। অবশেষে ২৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ সকাল ১০টা ঘটিকায় স্থানীয়রা ৭ কিলোমিটার দূরে সারিয়াকান্দি থানা অন্তার পাড়া গ্রামে যমুনা নদীতে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে খবর দেয়। পরে ভিকটিমের বাবা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। সোনাতলা থানার অফিসার ইনচার্জ মোঃ রওশন কবীর জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মিজানুরের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার গ্রাম এবং আশপাশ এলাকায় ।