মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থানা পুলিশের অভিযানে ৭৫ (পঁচাত্তর) পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে ।
পুলিশের সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা’র সার্বিক দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার, শ্রীমঙ্গল সার্কেল আনিসুর রহমান’র তদারকীতে এবং অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম’র নেতৃত্বে ২১ জানুয়ারি বিকাল পাঁচটার দিকে এসআই মোঃ দেলোয়ার হোসেন, এএসআই মোঃ আরিফুল ইসলাম ভূঁইয়া সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল থানাধীন শাপলাবাগ এর মাদক কারবারী আলামিন এর বসত ঘরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ রুমন হোসেন হৃদয় (২২), পিতা-দেলোয়ার হোসেন, সাং-শাপলাবাগ, রাজু মিয়া (২৩), পিতা-মৃত বজলু মিয়া, সাং-কাকিয়ারপুল, উভয় থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারদ্বয়কে গ্রেফতার করেন এবং আটককৃতদের থেকে সর্বমোট ৭৫ (পঁচাত্তর) পিছ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রয়ের নগদ ১৫,১০০/-(পনের হাজার একশত) টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান,গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।