রৌমারীতে শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে।
মোহাম্মদ আব্দুল আজিজ ইসলাম সাগর দৈনিক প্রভাতী বাংলাদেশ স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আউয়ালের বিরুদ্ধে শিক্ষার্থীদের শ্লীলতাহানি অভিযোগ উঠেছে। এঘটনায় রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দাখিল করেছেন এক শিক্ষার্থীর বাবা। ২১ সেপ্টেম্বর এ অভিযোগ দাখিল করা হয়।
অভিযোগ সুত্রে জানাযায়, বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আউয়াল গত ১০ সেপ্টেম্বর অত্র বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে অংক ক্লাস নেওয়ার সময় এক ছাত্রীর স্পর্শককাতর স্থানে হাত দিয়ে কিল ঘুষি মারেন। পরে ওই শিক্ষার্থী বাড়ি গিয়ে তার অভিভাবকদের জানালে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা ব্যর্থ হলে ২১ সেপ্টেম্বর সকালে তার বিরুদ্ধে লিখিত আকারে অভিযোগ করা হয়।
তার বিরুদ্ধে এর আগেও এধরণের অভিযোগ উঠেছিল। এবং শাস্তি সরুপ বদলি করা হয়েছিল।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, তিনি সময় মত ক্লাসে আসেন না, আবার ক্লাস চলাকালীন সময়ে বাহিরে চলে যান আর আসেন না, ক্লাসে ঘুমানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ক্লাস চলাকালীন সময়ে মোবাইলে ভিডিও দেখেন, এরকম অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে। বিষয়টি সরেজমিনে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন এলাকায় অভিভাবক গণ।