জয়পুরহাট কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরম খবর স্টাফ রিপোর্টারঃ ইব্রাহিম হোসেন ২১/৯ /২০২৫
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের নান্দাইলদীঘি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহিম (৩৫) নামে এক খামারভিত্তিক পশু চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রহিম ওই গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন এবং স্থানীয়ভাবে গরু ও অন্যান্য পশুর চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রবিবার দুপুরের দিকে নিজ বাড়িতে বিদ্যুৎ লাইনের ত্রুটির কারণে হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আব্দুর রহিমের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি একজন সদালাপী, পরিশ্রমী ও জনপ্রিয় ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। বহুদিন ধরে তিনি গবাদি পশুর চিকিৎসা ও খামার ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন।
নান্দাইলদীঘি গ্রামের বাসিন্দারা বলেন, “রহিম ভাই সবসময় সাহায্য করতেন। তার এই চলে যাওয়া আমাদেরখুবই দুঃখজনক বিষয়