1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
গোদাগাড়ীতে দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে পদ্মায় চালু হলো স্পিডবোট সার্ভিস রংপুরে ‘জুলাই যোদ্ধা’ ও ‘রাজবন্দীদের’ নামে অটোরিকশার লাইসেন্স: ৫ কোটি টাকার বাণিজ্যের অভিযোগ পলাশ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ৪৯ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লোহাগাড়ায় ব্যাংকএশিয়া ভবনের পিছনে বিদ্যুৎ স্পষ্ট হওয়া এক ব্যক্তির লাশ উদ্ধার আকাশে দেবী আগমনের বার্তা: মহালয়ায় ঘরে ঘরে পূজার আমেজ জয়পুরহাট কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরম খবর স্টাফ রিপোর্টারঃ ইব্রাহিম হোসেন ২১/৯ /২০২৫ বিএনপির ডিজিটাল ঢাল জিবিসি আর্মি মহালয়ার ভোরে বাজল আগমনী সুর দুর্গাপূজা ২০২৫ : শুভ আগমন, অশান্তির বিদায় লোহাগাড়ায় ব্যাংকএশিয়া ভবনের পিছনে বিদ্যুৎ স্পষ্ট হওয়া এক ব্যক্তির লা,শ উ,দ্ধা,র নেছারাবাদে ব্রিজ ও বিকল্প সড়ক উভয়ই অচল থাকায় টেম্পু, অটোরিকশা সহ ধরনের যানবাহন অচল

মহালয়ার ভোরে বাজল আগমনী সুর দুর্গাপূজা ২০২৫ : শুভ আগমন, অশান্তির বিদায়

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

মহালয়ার ভোরে বাজল আগমনী সুর
দুর্গাপূজা ২০২৫ : শুভ আগমন, অশান্তির বিদায়

অপুদাস, স্টাফ রিপোর্টার,রাজশাহী

আজ মহালয়ার ভোরে চণ্ডীপাঠের সুরে মুখরিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঘর-বাড়ি ও মন্দির। মহালয়ার মধ্য দিয়েই শুরু হলো দেবীপক্ষ—যার প্রতীক্ষায় থাকে সমগ্র বাঙালি হিন্দু সমাজ। মা দুর্গার আগমনী বার্তায় আজ ভোর থেকেই বাতাসে ভেসেছে শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকের বাজনা।

উৎসবের দিনক্ষণ

২০২৫ সালের শারদীয় দুর্গোৎসব শুরু হবে আগামী ২৯ সেপ্টেম্বর, সোমবার মহাসপ্তমীর মধ্য দিয়ে। এরপর ৩০ সেপ্টেম্বর মহাষ্টমী, ১ অক্টোবর মহানবমী, আর ২ অক্টোবর, বৃহস্পতিবার বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ মহোৎসব।

দেবীর আগমন ও গমন

ধর্মীয় বিশ্বাসে, এ বছর দেবী দুর্গা গজ বা হাতির পিঠে মর্ত্যে আগমন করবেন, যা সমৃদ্ধি, শান্তি ও কল্যাণের বার্তা বহন করে। কিন্তু বিদায় নেবেন দোলা বা পালকিতে, যা শোক ও অশান্তির ইঙ্গিত দেয়। শুভ আগমন ও অশুভ বিদায়ের এই প্রতীকী বার্তায় ভক্তদের মনে তাই রয়েছে একদিকে আনন্দ, অন্যদিকে খানিকটা উদ্বেগ।

পূজা মণ্ডপে সাজসজ্জার জৌলুশ

রাজশাহী থেকে চট্টগ্রাম, বরিশাল থেকে দিনাজপুর—দেশজুড়ে ইতিমধ্যেই শুরু হয়েছে দুর্গোৎসবের প্রস্তুতি। প্রতিমা নির্মাণের কাজ শেষ পর্যায়ে, শিল্পীরা ব্যস্ত প্রতিমার রঙতুলিতে প্রাণসঞ্চারের কাজে। মণ্ডপে মণ্ডপে চলছে আলোকসজ্জা ও কারুকাজের শেষ মহড়া। এবারও বহু জায়গায় থাকবে থিমভিত্তিক মণ্ডপ, যেখানে ইতিহাস, ঐতিহ্য আর সমকালীন সামাজিক বার্তা ফুটিয়ে তোলা হবে।

সামাজিক মিলনমেলা

শুধু ধর্মীয় আচার নয়, দুর্গোৎসব বাঙালি হিন্দু সমাজে এক অনন্য সামাজিক উৎসব। এই কয়েক দিনে গ্রাম থেকে শহর—সব জায়গায় চলে আত্মীয়-স্বজনের মিলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, সঙ্গীত আর নৃত্যানুষ্ঠান। পূজা মণ্ডপ ঘিরে তৈরি হয় এক মেলা-মেলার আবহ। ব্যবসায়ীরাও চোখ রাখেন এই সময়ে, কারণ দুর্গোৎসব ঘিরে বাজারে জমে ওঠে কেনাকাটার উৎসব।

আধ্যাত্মিক তাৎপর্য

দুর্গাপূজা কেবল উৎসব নয়, এটি অশুভের বিনাশ ও শুভের প্রতিষ্ঠার প্রতীক। মহিষাসুর মর্দিনী দুর্গা শক্তির প্রতিরূপ—যিনি দানব দমন করে ন্যায়ের বিজয় প্রতিষ্ঠা করেন। তাই পূজার দিনগুলোতে ভক্তরা শুধু আনন্দেই মেতে ওঠেন না, তাঁরা প্রার্থনা করেন পরিবার, সমাজ ও দেশের মঙ্গল কামনায়।

বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে যেমন শেষ হয় এই মহোৎসব, তেমনি শুরু হয় অপেক্ষা—পরের বছরের আগমনী সুরের। মহালয়ার ভোরে বাজতে শুরু করা সেই সুর আজ বাঙালির প্রাণে উচ্ছ্বাস, আবেগ আর মিলনের এক অপার বার্তা বয়ে এনেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট