নেছারাবাদে ব্রিজ ও বিকল্প সড়ক উভয়ই অচল থাকায় টেম্পু, অটোরিকশা সহ ধরনের যানবাহন অচল
এস এম আক্তার হোসেন
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি
পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার এগারো গ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মূল ব্রিজের সংস্কার কাজ চলমান থাকায় ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এরই মধ্যে পার্শ্ববর্তী বিকল্প বাইপাস সড়কটিও ভেঙে যাওয়ায় নেছারাবাদ (স্বরূপকাঠি) থেকে চাঁদকাটি ও জেলা শহর পিরোজপুরগামী যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ফলে স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে রোগী পরিবহন, বাজার-সদাই ও কর্মজীবী মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, ব্রিজ ও বিকল্প সড়ক উভয়ই অচল থাকায় টেম্পু, অটোরিকশা সহ কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। ফলে এলাকাবাসীকে অনেকটা বিচ্ছিন্ন অবস্থায় দিনযাপন করতে হচ্ছে। তারা দ্রুত অস্থায়ী বিকল্প সড়ক নির্মাণসহ স্থায়ী ব্রিজের সংস্কার কার্যক্রম দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন।