1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
রংপুরে ‘জুলাই যোদ্ধা’ ও ‘রাজবন্দীদের’ নামে অটোরিকশার লাইসেন্স: ৫ কোটি টাকার বাণিজ্যের অভিযোগ পলাশ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ৪৯ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লোহাগাড়ায় ব্যাংকএশিয়া ভবনের পিছনে বিদ্যুৎ স্পষ্ট হওয়া এক ব্যক্তির লাশ উদ্ধার আকাশে দেবী আগমনের বার্তা: মহালয়ায় ঘরে ঘরে পূজার আমেজ জয়পুরহাট কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরম খবর স্টাফ রিপোর্টারঃ ইব্রাহিম হোসেন ২১/৯ /২০২৫ বিএনপির ডিজিটাল ঢাল জিবিসি আর্মি মহালয়ার ভোরে বাজল আগমনী সুর দুর্গাপূজা ২০২৫ : শুভ আগমন, অশান্তির বিদায় লোহাগাড়ায় ব্যাংকএশিয়া ভবনের পিছনে বিদ্যুৎ স্পষ্ট হওয়া এক ব্যক্তির লা,শ উ,দ্ধা,র নেছারাবাদে ব্রিজ ও বিকল্প সড়ক উভয়ই অচল থাকায় টেম্পু, অটোরিকশা সহ ধরনের যানবাহন অচল বাগাচড়া গোলাম কিবরিয়া ফিলিংস স্টেশন মালিকদের সংবাদ সম্মেলন

যশোরের ৭০৫ মন্দিরে সিসি ক্যামেরা

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

যশোরের ৭০৫ মন্দিরে সিসি ক্যামেরা
মালিকুজ্জামান কাকা
যশোরে সাড়ম্বরে শারদীয় দূর্গা উৎসব নিস্চিত করা হবে। আর তা করতে সকল মন্দির সিসি ক্যামেরার আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে
জেলা পুলিশ সুপার রওনক জাহান বলেছেন, প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তায় সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে। অর্থ সংকটে কোনো মণ্ডপ কর্তৃপক্ষ সিসি ক্যামেরা ক্রয় করতে না পারলে ভাড়া করতে হবে। সেটিও সম্ভব না হলে পূজা পরিষদসহ সমাজের বিত্তবানদের সহায়তা নিয়ে হলেও মণ্ডপে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে। সোমবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যশোরের পুলিশ সুপার রওনক জাহান এই কথা বলেন।
পুলিশ সুপারের কার্যালয়ে সপ্তাহের এই মতবিনিময় সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, বাংলাদেশ হিন্দু মহাজোটের নেতারা অংশ নেন। তারাও আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে সংকট ও চ্যালেঞ্জের বিষয়গুলো তুলে ধরেন। পুলিশ সুপার  মাঠে পর্যাপ্ত পুলিশ রেখে এবং অপরাধের তথ্য পেলেই তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে মণ্ডপে ডিজে পার্টি রুখতে নেতাকর্মীদের দায়িত্ব তুলে দেন ও ধর্মীয় সঙ্গীত বাজাতে অনুরোধ জানান।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার রওনক জাহান বলেন, শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা বলয় থাকবে। শারদীয় দুর্গাপূজায় ধর্মীয় আচারের পাশাপাশি সামাজিক উৎসবের যোগ আছে। কোনো কিছু হলে যেন ধর্মীয় দৃষ্টিকোণকে পুঁজি করে বিষয়টি আরও বড় করে প্রচার করা না হয়, সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, পূজা মণ্ডপে ডিজে পার্টি নিয়ে অনেকেই কথা বলেছেন। এটা আমরা বন্ধ করতে চাই না। আপনারা মন্দির কমিটি থেকেই ডিজে পার্টি বন্ধে পদক্ষেপ নেবেন। উঠতি বয়সীরা মনে করে ডিজে পার্টি মানেই উৎসব। কিন্তু এটা তো পূজার উৎসবের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ডিজে পার্টি কিভাবে দুর্গোৎসবের অংশ হয় এ প্রশ্ন তো আপনারায় করছেন । তাই ডিজে পার্টির ব্যাপারে আপনারাই নিরুৎসাহিত করবেন বলে মন্তব্য করেন। তিনি এ ক্ষেত্রে ধর্মীয় সঙ্গীতকে প্রাধান্য দিয়েছেন।
পূজার সময় যানজট নিয়ন্ত্রণে পদক্ষেপের কথা উল্লেখ করে পুলিশ সুপার বলেন, যশোর শহরের ট্রাফিক ব্যবস্থাপনা নতুন করে সাজানো হয়েছে। একই সঙ্গে বাকি ৮টি থানা এলাকায় সীমিত পরিসরে হলেও ট্রাফিক পুলিশের টিম কাজ করবে। স্বেচ্ছাসেবকদের সহযোগিতা ছাড়া পুরোপুরি যানজট নিয়ন্ত্রণ কঠিন হবে। এজন্য তিনি নেতাদের সহযোগিতা কামনা করেন।
নির্ধারিত সময়ে প্রতিমা বিসর্জনের বিষয়ে পুলিশ সুপার রওনক জাহান বলেন, সরকার নির্ধারিত রাত ৭টার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে। রাষ্ট্রের এই সিদ্ধান্ত সবার জন্য। কিন্তু বিশেষ কারণে ওই সময়ের মধ্যে বিসর্জন দিতে না পারলে কোনোভাবেই রাত ১০টা পার করা যাবে না। একই সঙ্গে মাদকের জিরো টলারেন্সে যেতে সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল বাসার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন, যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন ও সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও যশোর জেলা কমিটির সদস্য সচিব নির্মল কুমার বিট, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক অলোক ঘোষ, বৈষম্যবিরোধী সনাতন সমাজের যশোর জেলার আহ্বায়ক মৃণাল কান্তি দে, সদস্য সচিব অধ্যাপক অখিল চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চৌগাছা শাখার সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল, শার্শার সভাপতি বৈদ্যনাথ দাস, ঝিকরগাছার সভাপতি দুলাল অধিকারী, সদরের সভাপতি রবিন পাল, কেশবপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল সাহা, বাঘারপাড়া উপজেলা সভাপতি প্রণয় সরকার প্রমুখ।
এ বিষয়ে যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন গ্রামের কাগজকে বলেন, ইতিমধ্যে যশোর জেলা পুলিশ সুপার ছাড়াও ডিআইজি, জেলা প্রশাসক, জেলা বিএনপির সঙ্গে মতবিনিময় করা হয়েছে, দ্রুত জামায়াতে ইসলামের সঙ্গে মতবিনিময় করা হবে। এছাড়া মঙ্গলবার বেলা ১১টায় প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের মতবিনিময় সভার কথা রয়েছে। পরে আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করে আরও বিস্তারিত জানানো হবে। তবে, জেলা পুলিশের শর্তগুলো মেনেই পূজা উদযাপনের আশ্বাস দেন।
এ বিষয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্মল কুমার বিট বলেন, ফ্রন্টের পক্ষ থেকে প্রতিটি মন্দিরমণ্ডপে সুরক্ষা সেল তৈরি করা হবে। ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি তারা কাজ করবে। যেকোনো সমস্যায় তারা একত্র হয়ে কাজ করবেন।
দীপংকর দাস রতন ও নির্মল কুমার বিট দুইজনেই বলেন, সুষ্ঠুভাবে পূজা উদযাপনে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত পাশে থেকে দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন।
উল্লেখ্য, এ বছর যশোর জেলায় ৭০৫ মন্দির ও মণ্ডপে শারদীয় দুর্গাপূজা হবে। এর মধ্যে সদর উপজেলায় ১৬২টি, অভয়নগরে ১২৭টি, কেশবপুরে ৯৮টি, মণিরামপুরে ৯৬টি, বাঘারপাড়ায় ৯১টি, ঝিকরগাছায় ৫৪টি, চৌগাছায় ৪৮টি ও শার্শা উপজেলায় ২৯টি মন্দির রয়েছে। ২০২৪ সালে জেলায় ৬৫২টি শারদীয় দুর্গাপূজা হয়েছিল। ২০২৩ সালে জেলা মোট মন্দির ও মণ্ডপের সংখ্যা ছিল ৭৩৩টি। সেই হিসেবে গত বছর ৮১টি মন্দিরে দুর্গাপূজা কমলেও এবার বেড়েছে ৫৩টি। এ বছর একাদশ সংসদ নির্বাচনের আগে পূজা হওয়ায় আগাম সতর্কতার পাশাপাশি নিরাপত্তায় জোর দিয়েছেন সরকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট