**৪১তম ও ৪৩ তম বিসিএস(পুলিশ) ব্যাচের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারগণের ভোলা জেলার পুলিশ সুপার কার্যালয়ে শিক্ষা সফর
স্টাফ রিপোর্টার ভোলা :ইমন রহমান
আজ ২০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০:০০ ঘটিকায় ৪১তম ও ৪৩ তম বিসিএস(পুলিশ) ব্যাচের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারগণ ভোলা জেলার পুলিশ সুপার কার্যালয়ে শিক্ষা সফর করেন। উল্লিখিত সফর উপলক্ষে পুলিশ সুপার কার্যালয় কনফারেন্স রুমে সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক মহোদয় প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় এবং শুভেচ্ছা উপহার প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে ভোলা জেলা পুলিশের ইতিহাস, পুলিশের কার্যক্রম এবং পুলিশের চ্যালেঞ্জসমূহ সম্পর্কে ধারণা প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে জনাব মোঃ সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।