চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
মোঃ আমজাদ হোসেন
উপজেলা প্রতিনিধি, চিরিরবন্দর (দিনাজপুর)
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলী বাজার সংলগ্ন নাড়িয়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে ওই বৃদ্ধ ভ্যানে চড়ে বাজারের দিকে যাচ্ছিলেন। হঠাৎ অসাবধানতাবশত ভ্যান থেকে ছিটকে পড়েন তিনি। এ সময় দ্রুতগতির একটি নাইট কোচ ওই বৃদ্ধকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। তবে নিহত বৃদ্ধের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতা ও যানবাহনের গতির নিয়ন্ত্রণের দাবী জানিয়েছেন স্থানীয়রা।