হরগজ ব্রীজের নীচে পানি চলাচলের রাস্তা বন্ধ: কৃষক ও এলাকাবাসীর মানববন্ধন
জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের হরগজ ব্রীজের নিচে পানি চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ করায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষক ও ভুক্তভোগী এলাকাবাসী। এতে করে চারপাশের শত শত একর কৃষিজমিতে পানি জমে নষ্ট হচ্ছে আবাদী ফসল।
এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী একটি মহল গত ৫ই আগস্টের পর রাতারাতি মাটি ভরাট করে ব্রীজের নিচ দিয়ে পানি চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এর ফলে কৃষিজমির পানি বের হতে না পেরে জমিতে স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়। এতে পঁচে যাচ্ছে আমন ধানসহ মৌসুমি ফসল, ফলে লক্ষ লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ব্রীজটির নিচ দিয়ে পানি প্রবাহিত হয়ে জমি সেচ ও নিষ্কাশনের কাজ চলত। কিন্তু হঠাৎ করে রাস্তা বন্ধ করে দেওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গেছে। ফলে চাষাবাদ বন্ধ হওয়ার পাশাপাশি বাড়িঘরও পানিবন্দি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
পানি চলাচলের রাস্তা পুনরায় চালু করার দাবিতে রবিবার স্থানীয় কৃষক ও এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা বলেন—
“আমাদের প্রধান জীবিকা কৃষি। কিন্তু প্রভাবশালী মহল রাতারাতি রাস্তা বন্ধ করে দেওয়ায় আমরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছি। দ্রুত এ সমস্যার সমাধান না হলে কৃষকের দুর্দশা আরও বাড়বে।”
এ বিষয়ে হরগজ ইউনিয়ন বিএনপির অন্যতম সদস্য মোঃ শহিদুল ইসলাম বলেন,
“৫ই আগস্টের পর হঠাৎ করেই একটি প্রভাবশালী মহল রাতারাতি মাটি ভরাট করে পানি চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এতে পানি জমে কৃষকের আবাদী জমির ফসল নষ্ট হচ্ছে বা পঁচে যাচ্ছে। এতে লক্ষ লক্ষ টাকার ক্ষতি হচ্ছে। আমরা দ্রুত উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
এলাকাবাসীর দাবি, প্রশাসন জরুরি ভিত্তিতে ব্যবস্থা না নিলে কৃষিজমি চাষের অযোগ্য হয়ে পড়বে। তাই তারা পানি চলাচলের রাস্তা পুনরায় চালুর দাবি জানিয়েছেন।