রাতের আঁধারে চোরে নিয়ে গেলো আবু তাহেরের চার গরু
মো: মাহবুবুল আলম।বিভাগীয় ব্যুরো চীফ ময়মনসিংহ।
ময়মনসিংহ বিভাগের, ফুলবাড়িয়া উপজেলার, ১৩নং ভবানীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা সিঙ্গাপুর প্রবাসী আবু তাহের। প্রবাস জীবন শেষ করে আবু তাহের লেবু বাগান, নিজের জমিতে চাষাবাদ ও গরু পালন করেই তার সংসার চালাচ্ছিলেন। ছোট্ট পরিসরে নিজ বাড়ীতেই একটি গরুর খামার গড়ে তোলেন। দুর্ভাগ্যবশত আজ রাতে কোন এক সময় একটি চোর চক্র উনার খামারের দরজার তালা কেটে চারটি গরু নিয়ে যায়। উল্লেখ্য যে, এদের মধ্যে দুটি ষাঁড় গরু এবং দুটি গাভী রয়েছে। তিন মাস পর গাভী দুটি বাচ্চা দিবে এমনটাই ধরনা ছিলো । প্রত্যেকটি গরুই লাল রঙের। এ বিষয়ে পরিবার ও প্রতিবেশি হতভম্ব। ধারণা করা হচ্ছে খামারের পাশ দিয়ে পাকা রাস্তা বয়ে গেছে আর এই রাস্তাটি ব্যবহার করেই চোর চক্র সহজেই গরুগুলো নিয়ে যেতে সক্ষম হয়েছে। গরুগুলোর সন্ধান পেলে এই নাম্বারে ০১৯৭১১০২৮৬৮ যোগাযোগ করার জন্য অনুরোধ রইল।