ডোমার থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি গত সময়ে চেয়ে গতিশীল।
জেলা প্রতিনিধি নীলফামারী।
মোঃ জামিয়ার রহমান
দিন দিন উন্নতির দিকে যাচ্ছে ডোমার থানার আইনী কার্যক্রম, মানুষ অগ্রগতি হচ্ছে সেবার দিকে সাধারণ মানুষরা ছুটছে থানায় সকল প্রকার সেবা নেয়ার জন্য। এবং সেবা দিয়ে যাচ্ছেন ডোমার থানা পুলিশ, নেতৃত্বে ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম সবসময় নির্ভরযোগ্য সেবা দিয়ে যাচ্ছেন ডোমার উপজেলা বাসিকে। কিছুদিন গত সময়ে ৯৯৯ নাম্বারে ফোন আসে কোন এক ব্যক্তির ডোমার থানার ডিউটি অফিসে,ফোন কারি বলেন যে আমার বাড়িতে মব সৃষ্টি করতেছে এবং এনারা যাহা বুদ্ধি পরামর্শ করতেছে তাতেই আমাদের আশেপাশের এলাকায় অনেক বড় ক্ষতি হতে পারে আপনারা দ্রুত এসে আমাদের বাঁচান, পরে ফোন পেয়ে জনগণের বন্ধু, গরিবের ও সচেতন নাগরিকদের আস্থাভাজন (ওসি) আরিফ তাহার একটি থানার টহোল টিম ও সেনাবাহিনী সহযোগিতা নিয়ে সেখানে পাঠিয়ে দেন মবকারীদের ছত্রভঙ্গ করতেই হয়ে গেলো নিজেই দোষী। শুধু ফোন দিয়ে (ওসি) আরিফ বলেছেন যে আপনি এভাবে মব সৃষ্টি কেনো করতেছেন, এলাকায় বিশৃঙ্খলা কেনো করতেছেন তাতেই হয়ে গেলো মানববন্ধন ও ঝাড়ি মিছিল ওসির বিরুদ্ধে, সেবা দিতে গিয়েই সেনাবাহিনী সহ পড়লো টোফের মুখে দোষী হয়ে গেলো (ওসি) আরিফ ডোমার। স্থানীয় সচেতন নাগরিক ও সাধারণ মানুষরা বলতেছে যে একটি কুচক্র মহল আওয়ামী লীগ থাকাকালীন থেকে সুবিধা নিয়ে যাচ্ছে, এখন সেই সুবিধা পাচ্ছে না বিধায় এরকম মিথ্যা দোষারোপ থানার বিরুদ্ধে। এবং এ বিষয়ে এলাকাবাসীরা বলেন আমরা এরকম মিথ্যা মানববন্ধনকারী ও সকল অনিয়মকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা চাই জেলা প্রশাসনের কাছ থেকে। কারণ কথায়, কথায় মানববন্ধন এটা কোন দেশের নিয়ম কারণ যা এখন হচ্ছে, আমাদের (ওসি) মহোদয় সবার জনপ্রিয় ব্যক্তিত্ব তাহার বিরুদ্ধে এরকম বানোয়াট ভিত্তিহীন মিথ্যাচার আমাদের সহ্য হচ্ছে না।