ফেরদৌস আলম লালমনিরহাট
আজকে লালমনিরহাট পাটগ্রাম উপজেলায় ১০এ সেপ্টেম্বর ২০২৫ইং বুধবার সরেও বাজারে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১ ও আহত দুইজন।সাধারণ মানুষ বলেন আমরা বিগত দিন থেকে আরও এই সরেও বাজারে বিভিন্ন দুর্ঘটনা দেখে আসতেছি কিন্তু প্রশাসনের দিক থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। খুব বিপদজনক হয়ে উঠেছে এই সরেও বাজার মোরটি সাধারণ মানুষের জন্য।
পাটগ্রাম উপজেলা প্রশাসক আজকে এই বিষয় কে কেন্দ্র করে সরেও বাজার রাস্তায় যে মোড় আছে সাধারণ মানুষে নিরাপত্তার জন্য ট্রাফিকের ব্যবস্থা গ্রহণ করে, তাহলে সাধারণ মানুষ কিছুটা সড়ক দুর্ঘটনা থেকে রেহাই পাবে বলে আমরা মনে করি।
পথচারীদের জন্য ও গাড়ি চালকদের জন্য টিপস এই বিষয় গুলো চলাফেরার সময় অবশ্যই লক্ষ্য রাখা দরকার। ক্রসওয়াক বা মোড় দেখে সাবধানে রাস্তা পার হন। গাড়ি, সাইকেল বা মোটরসাইকেল চালনার আগে হেলমেট, সিটবেল্ট ও অন্যান্য সুরক্ষা সরঞ্জাম পরুন। যদি ফুটপাত না থাকে, তাহলে রাস্তার একপাশে যানজট এড়িয়ে চলুন এবং সেদিকে খেয়াল রেখে হাঁটুন।রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন বা অন্য কোনো কাজে মন দেবেন না।
গাড়ি চালানোর সময় সম্পূর্ণ মনোযোগ দিন এবং মনোযোগী থাকুন। অন্য যানবাহনের সাথে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। মদ্যপান করে গাড়ি চালানো থেকে সম্পূর্ণ বিরত থাকুন। ক্লান্ত বা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকুন, কারণ এটি প্রতিক্রিয়া সময় ও বিচার ক্ষমতাকে ব্যাহত করে। প্রতিকূল আবহাওয়ার জন্য গাড়ির গতি ও চালনায় সতর্কতা অবলম্বন করুন। গাড়ির ব্রেক, টায়ার ও অন্যান্য যন্ত্রাংশ নিয়মিত পরীক্ষা করুন।
ট্র্যাফিক সাইনবোর্ড, সিগন্যাল ও রাস্তার নিয়ম-কানুন মেনে চলুন। আপনার সামান্য ভুলের কারণে মূল্যবান জীবন হারাতে পারে, তাই সর্বদা সচেতন থাকুন।আপনি যদি দেখেন কেউ বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে, তবে তাকে সতর্ক করুন এবং প্রয়োজনে ট্রাফিক কর্তৃপক্ষকে জানান।