দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:
বগুড়া সদর থানাধীন সেউজগাড়ী সুইপার কলোনি এলাকায় ধারালো দা দিয়ে কুপিয়ে এক যুবককে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ০৭ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:৫৫ ঘটিকায় বগুড়া জেলা সদর থানা সেউজগাড়ী সুইপার কলোনি এলাকারসেউজগাড়ী, পানির ট্যাংকি মোড় মোঃ জসীম উদ্দীন এর পুত্র আপন (১৮) কে অজ্ঞাতনামা এক ব্যক্তি ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। হামলার পরপরই হামলাকারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরবর্তীতে সকাল ১১:৫০ ঘটিকায় আহত যুবককে তার আত্মীয়-স্বজনদের সহায়তায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তাকে সার্জারি বিভাগে ভর্তি করার নির্দেশ দেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতের শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরেই এ হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে বগুড়া সদর থানার পুলিশ জানিয়েছে,ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে চিহ্নিত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে ।