শাহানজিদ উদ্দিন সোহান, ঝিনাইদহ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় নিখোঁজের পাঁচদিন পর মিলন নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে ভায়না ইউনিয়নের লক্ষীপুর গ্রামের একটি হলুদক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় কৃষকরা মাঠে কাজ করার সময় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত মিলন ওই গ্রামের চান্দা মিয়ার ছোট ছেলে। পরিবার ও স্থানীয়রা জানান, তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং প্রায়ই বাড়ি থেকে বের হয়ে কয়েকদিন পর ফিরতেন। গত সোমবার নামাজ পড়ার উদ্দেশ্যে বের হওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি।
হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, পরিবার ও প্রতিবেশীরা মিলনের মানসিক সমস্যার কথা নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।