দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:
বগুড়া সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০০ (চারশত) বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ ০৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ ভোর অনুমান ০৫:৩০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন মাটির ডালি মোড়ে আইএফআইসি ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ফিরোজ মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি নীল রঙের টাটা পিকআপ (ঢাকা মেট্রো ন-২১-৭৭৯৮) থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন,মোঃ তহিদুল ইসলাম তৌহিদ (২০), পিতা- মোঃ কফিল উদ্দিন, মাতা- মোসাঃ তাপসী বেগম, সাং- থৈকরের পাড়া, থানা- সাঘাটা, জেলা- গাইবান্ধা।
ও মোঃ মোস্তাকিম (২২), পিতা- মোঃ মোজাফফর হোসেন বুড়া, মাতা- মোসাঃ শেফালী বেগম, সাং- যদুমনি, থানা- কিশোরগঞ্জ, জেলা- নীলফামারী। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে বগুড়া সদর থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।