নিজস্ব প্রতিবেদকঃ
পৈতৃক সম্পত্তি আত্মসাৎ করতে দুই ছেলে তাদের বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী বাবা মো. আব্দুল খালেক হবিগঞ্জ জেলা শায়েস্তাগঞ্জ থানায় দুই ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুল খালেক (৬০) তার দুই ছেলে রাসেল মিয়া (২২) ও দুলাল মিয়াকে (২৪) নিয়ে পৈতৃক বাড়িতে থাকতেন। প্রায় দুই বছর আগে রাতে দুই ছেলে ও তাদের স্ত্রী’রা মিলে আব্দুল খালেককে মারধর করে বাড়ি থেকে বের করে দেন।
লিখিত অভিযোগে আব্দুল খালেক উল্লেখ করেন, তাঁর স্ত্রী প্রায় ১১ বছর আগে মারা যান। এরপর তিনি দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করে আসছিলেন নিজস্ব সম্পত্তিতে। তিনি ব্যবসায়ী কাজে প্রায়শই গ্রামের বাইরে গেলে তার অনুপস্থিতিতে ছেলেরা তাদের স্ত্রীসহ পৈতৃক বাড়ি ও সম্পদ দখলের চেষ্টা করত বলেও জানান। তিনি বাড়ি ফিরলে তারা তাকে নানাভাবে ভয়ভীতি দেখাত, শারীরিক ও মানসিক নির্যাতন করত। এমনকি তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হতো।
অভিযোগে আরও বলা হয়েছে, আব্দুল খালেকের ছেলে রাসেল ও দুলাল এবং তাদের স্ত্রী’ রা মিলে তার তিন ভাইকেও মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। তাদের বিরুদ্ধে মাদক সেবনেরও অভিযোগ রয়েছে। আব্দুল খালেক মিয়া কোথাও বিচার না পেয়ে এখন শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে ছোট্ট চায়ের দোকান ও রেলস্টশনে পাশে টিনসেডে একটি ভাড়া বাসায় আশ্রয়ে জীবনযাপন করছেন।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে একাধিক লিখিত অভিযোগ জমা দেওয়া হলেও আব্দুল খালেকের দাবি, তিনি এখনো সুষ্ঠু বিচার পাননি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।