1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে জননেতা মো. মহসিন মিয়া মধুর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ — গরীব ও অসহায়দের জন্য ‘বিনা লাভের বাজার বান্দরবানের লামায় আন্তর্জাতিক স্বাক্ষর দিবস পালিত রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ বেতন বৃদ্ধির দাবিতে গাইবান্ধায় গোবিন্দগঞ্জে মহাসড়কে পিষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ফ্রিলেন্সিং নিয়ে কাজ করছেন বাংলাদেশি তরুন উদ্যোক্তা ধর্মপাশা উপজেলার অলি হাসান সৃজন শ্রীপুরে জৈনা বাজার থেকে ধর্ষণের শিকার বিধবা, রাকিবুল ইসলাম নামের এক যুবককে ছদ্মবেশে আসামি ধরলেন কনস্টেবল শিবচরে ভর্তি সহায়তা কার্যক্রমে উপচে পড়া ভিড় গোদাগাড়ীতে আদিবাসী গৃহবধূকে ধর্ষণচেষ্টা: যুবক আটক সফিপুর বাজার সমবায় সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী রাসেল আহমেদ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ, বাংলাদেশ থেকেও দেখা যাবে

বিএনপির আহবায়কদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

রবি মিয়া, ধর্মপাশা (সুনামগঞ্জ) 
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

রবি মিয়া, ধর্মপাশা (সুনামগঞ্জ) 

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাহবুব মোর্শেদ ও যুগ্ম আহ্বায়ক হারুন সরকারের বিরুদ্ধে দলীয় পদ বাণিজ্য ও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে উপজেলা বিএনপি কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির আহ্বায়ক মো. লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, এস এম রহমত, নুরুল ইসলাম বিএসসি ও জুলফিকার আলী ভুট্টোর স্বাক্ষরিত নোটিশটি প্রেরণ করা হয়।

এর আগে গত ১ সেপ্টেম্বর উপজেলার বাদশাগঞ্জ বাজারে এক সংবাদ সম্মেলনে পদবঞ্চিত পাইকুরাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মনোয়ার হোসেন টিটু অভিযোগ করেন, ইউনিয়ন আহ্বায়ক মাহবুব মুর্শেদ ও যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ সরকার তাকে সভাপতি পদে বহাল রাখতে এক লক্ষ আশি হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন। তিনি তা দিতে অস্বীকৃতি জানালে তার পদ বাতিল করা হয়। এমনকি যাকে সভাপতি করা হয়েছে তিনি দলের কোনো কমিটির সদস্যও ছিলেন না, যা দলের নিয়মবহির্ভূত।

এছাড়া, তারা ৩১ তারিখে কমিটি ঘোষণা করলেও আশ্চর্যজনকভাবে আবার ৩০ তারিখে ঘোষিত কমিটিতে স্বাক্ষর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।

অভিযোগে জানা যায়, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের সময় তারা আর্থিক লেনদেনের মাধ্যমে পদ বণ্টন করেছেন বলে লিখিত অভিযোগ উপজেলা বিএনপির কাছে জমা পড়ে। বিষয়টি যাচাই-বাছাই করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে এই কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা বিএনপির একাধিক নেতা জানান, দলকে আর্থিক স্বার্থে ব্যবহার করা যাবে না। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, আগামী তিন কার্যদিবসের মধ্যে অভিযোগের বিষয়ে লিখিত জবাব না দিলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টু সাহেব তিনি বলেন, শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পাইকুরাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাদের জবাব দিতে হবে। জবাব বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে,

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট