আমজাদ হোসেন চিরিরবন্দর (দিনাজপুর)
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বেলতলী ও শিমুলতলীর মাঝামাঝি স্থানে আজ সকালে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। একটি ট্রাক্টর ও ব্যাটারি চালিত অটোর মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা সংঘটিত হয়।
দুর্ঘটনার ফলে ঘটনাস্থলে চরম উৎকণ্ঠা ও আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং আহতদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।