মীর শাহীন (সবুজ) লালমোহন
লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ১৯৯০ সালে বালুর চর দালাল বাজার রেজিঃ প্রাথমিক বিদ্যালয় নামে স্কুলটি প্রতিষ্ঠিত হয়ে ১/১/২০১৩ ইং তারিখে জাতীয়করন হয়। ১জন প্রধান শিক্ষক ও ৫ জন সহকারী শিক্ষক দিয়ে পরিচালিত হচ্ছে বিদ্যালয়টি। বিদ্যালয়টিতে বর্তমান শিক্ষার্থী সংখ্যা ১০৫ জন। যা একজন শিক্ষকের গড় অনুপাতে ২১।স্কুলটি ২ সিফটে পরিচালিত হচ্ছে। জাতীয়করনের ১২ বছরসহ ৩৫ বছরেও স্কুলের শিক্ষার্থীরা পায়নি কোন খেলার মাঠ!! মাঠের নামে যেটুকু দৃশ্যমান আছে তা যেন এক সাক্ষাৎ মৃত্যু কুপ। যে কোন সময় ঘটে যেতে পারে মর্মান্তিক মৃত্যুর মত ঘটনা। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ এনায়েত উল্ল্যাহ মৌলভীর কাছে মাঠ ও স্কুলের বাউন্ডারি না থাকার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন শিক্ষা অফিসে বার বার অভিযোগ আকারে চিঠি দিয়েও কোন প্রতিকার পাইনি।
উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা শ্রী ইন্দ্রজিৎ সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন উক্ত স্কুলের মাঠ ভরাট ও বাউন্ডারি করার জন্য চিঠি পাঠিয়েছি,তবে বাউন্ডারি করতে দেরি হলেও মাঠ ভরাটের জন্য কাজ চলমান রয়েছে।