রবি মিয়া, ধর্মপাশা
আজ শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও মৃত্যুর দিন। এ উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে নবীজির জীবনীভিত্তিক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতাও আয়োজন করা হয়। পরে আলোচনা সভা, দোয়া মাহফিল, মিষ্টি বিতরণ এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শই মানবতার মুক্তি, ভ্রাতৃত্ব ও শান্তির একমাত্র পথ। তাঁর শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব।
১৫০০ বর্ষপূর্তির এ মাহেন্দ্রক্ষণ উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ছিল বিশেষ উচ্ছ্বাস ও উদ্দীপনা।
এছাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ, রাজনৈতিক দল ও ইসলামিক ফাউন্ডেশন সারাদেশব্যাপী আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ বিশেষ কর্মসূচি পালন করছে।