শাহানজিদ উদ্দিন সোহান,ঝিনাইদহ
ঝিনাইদহ শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মর্নিংবেল চিল্ড্রেন একাডেমি স্কুলে পবিত্র কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের নিজস্ব প্রাঙ্গণে এক সুশৃঙ্খল, বর্ণাঢ্য ও আধ্যাত্মিক পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়। এরপর পর্যায়ক্রমে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে তাদের সুমধুর কণ্ঠে কোরআনের আয়াত তিলাওয়াত পরিবেশন করে। শিশুদের কণ্ঠে হৃদয়স্পর্শী তিলাওয়াত শুনে উপস্থিত শিক্ষক, অভিভাবক, অতিথি ও দর্শনার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের পরিচালক শাহিনুর আলম লিটন, সহকারি পরিচালক তানজুল ইসলাম দিনার, সিনিয়র শিক্ষক সালেহা আলম, আরবি প্রশিক্ষক জিহাদুল ইসলাম জিহাদ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে কোরআনের গুরুত্ব ও শিক্ষার্থীদের জীবনে এর প্রভাবের কথা তুলে ধরেন। তারা বলেন—
“পবিত্র কোরআন মানবজাতির মুক্তির দিশারী। শিশুদের ছোটবেলা থেকেই কোরআন শিক্ষা ও চর্চায় সম্পৃক্ত করা গেলে তারা আদর্শবান, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে বেড়ে উঠতে পারবে।”
অভিভাবকরা এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও ধর্মীয় চেতনা গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। ভবিষ্যতেও বিদ্যালয় কর্তৃপক্ষ এই ধরনের শিক্ষামূলক ও সৃজনশীল কর্মসূচি অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মর্নিংবেল চিল্ড্রেন একাডেমির এই কোরআন প্রতিযোগিতা শুধু একটি অনুষ্ঠানেই সীমাবদ্ধ ছিল না; বরং এটি শিশুদের অন্তরে ইসলামী মূল্যবোধের বীজ বপন করেছে—যা আগামী প্রজন্মকে নৈতিকতার পথে পরিচালিত করবে বলে সবার বিশ্বাস।