রবি মিয়া, ধর্মপাশা
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ জামিয়া কাউসার মারকাযুল উলূম এর ২য় সাময়িক পরীক্ষা-২০২৫ এর প্রথম স্থান অর্জনকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়। মাদ্রাসার মোট ৫০ জন শিক্ষার্থীর মধ্যে যারা ১ম, ২য়, ৩য় ও ৪র্থ স্থান অর্জন করেছে তাদের হাতে অভিভাবকদের উপস্থিতিতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানটির পরিচালক মুফতি মোল্লা মাহমুদ ও শিক্ষা সচিব মুফতি সাঈদ আহমদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক রবি মিয়া, এ কে এম আইমান, শিক্ষক হাফেজ সাব্বির হাসান, নিবিড় হাসান বাধন, পাপন আহমেদ প্রমুখ।