এর মধ্যে তিনটি পরিবারকে তিনটি সেলাই মেশিন এবং একটি পরিবারকে একটি ছাগল দেওয়া হয়।এছাড়াও একজন মুমূর্ষ রোগীকে হুইলচেয়ার প্রদান করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত রক্তদানের পাশাপাশি সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে সংগঠনটি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এর মধ্যে রয়েছে রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ, শীতকালে শীতবস্ত্র বিতরণ, ক্যান্সার ও কিডনি রোগীদের আর্থিক সহায়তা এবং অসহায় পরিবারগুলোর জন্য মাসিক বাজার সরবরাহ করা।
এটি সংগঠনের ৩৮তম সামাজিক উদ্যোগ বলে জানানো হয়। ফেনী ওয়েলফেয়ার ব্লাড ফাইটার্সের দায়িত্বশীলরা জানান, দেশ-বিদেশ থেকে যারা এসব কার্যক্রমে সহযোগিতা করেন তাদের প্রতি সংগঠন চিরকৃতজ্ঞ।
তবে যাদের সহযোগিতা দেওয়া হয়, তাদের মর্যাদা রক্ষার্থে সবসময় পর্দার আড়ালে রাখা হয়।সংগঠন সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছে।