1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
ধর্মপাশায় বাদশাগঞ্জ জামিয়া কাউসার মারকাযুল উলূম-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগের বিনিময় এই জমিনে ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ হাসপাতালে যুবদল নেতা আলমকে দেখতে গেলেন বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ  শিবচরের সাবেক কৃষি কর্মকর্তা খোসরুল আলমের জানাজা ও দাফন সম্পন্ন সুন্দরগঞ্জে টাকায় প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধ*র্ষণ দীর্ঘ দের যুগ পর ফুটবল টুর্নামেন্ট সিজন (১)২০২৫ ইং মামুদ নগর নগর শ্মশান মাঠে অনুষ্ঠিত হয় চিরিরবন্দরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টেকনাফের আচারের প্যাকেটে ইয়াবা এক পাচারকারী আকট চারটি পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে আপনার বাচ্চা কে টাইফয়েড জনিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে টিকা দিন

ঢাকা মহানগর উত্তর ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

শাব্বীর আহমদ শিবলী
  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

শাব্বীর আহমদ শিবলী

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল তিনটায় উত্তরা ১২ নং সেক্টর বাহার অডিটোরিয়ামে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সদস্য সম্মেলন ও কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহবায়ক বায়েজিদ আল হোসাইন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মাসউদুল করিম কাসেমী, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি মকবুল হোসাইন কাসেমী, কেন্দ্রীয় দাওয়া বিষয়ক সম্পাদক মুফতি মহিউদ্দিন মাসুম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক বাইজিদ আহমদ সিরাজ, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগীয়) আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী সদস্য সাইফ বিন জামাল।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নাজমুল হাসান কাসেমী বলেন, দারুল উলুম দেওবন্দের আদর্শ কেবল ইলম অর্জনের দিকে আহ্বান জানায় না; বরং ইলমের পাশাপাশি আমল, আখলাক ও উত্তম চরিত্র গঠনের দিকেও গুরুত্বারোপ করে। আমরা দারুল উলুম দেওবন্দের রুহানি সন্তান। তাই আমাদের চলন-বলন, কর্মপদ্ধতি ও জীবনযাপন সবকিছুতেই উসওয়ায়ে হাসানাহর প্রতিফলন থাকতে হবে। আমাদের কর্মকাণ্ড হতে হবে ইসলামের আদলে, সাহাবায়ে কেরাম ও সালফে সালেহিনের পথের অনুসারী হয়ে। যেকোনো কাজেই আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকাকে আঁকড়ে ধরতে হবে। এই পথ থেকে বিচ্যুত হলেই আমাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হবে।

প্রধান বক্তার বক্তব্য রিদওয়ান মাযহারী বলেন, ছাত্রসমাজ হলো দেশের প্রাণশক্তি ও রাষ্ট্রের মূল চালিকাশক্তি। ছাত্রসমাজ যদি সজাগ ও সচেতন থাকে, তবেই একটি সুস্থ সমাজ এবং একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়গুলোতে গানের শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। অথচ এ দেশের প্রায় শতভাগ শিক্ষার্থীর আটানব্বই ভাগ শিক্ষার্থীই মুসলিম পরিবারের সন্তান। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে রাষ্ট্র বা শিক্ষা অধিদপ্তরের এমন সিদ্ধান্ত গ্রহণের কোনো নৈতিক অধিকার নেই। আমরা এ উদ্যোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

উক্ত সদস্য সম্মেলন ও কাউন্সিলে আমিন হোসাইনকে সভাপতি, হাসান আহমদকে সাধারণ সম্পাদক ও জাহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট