অদ্য ৫/০৯/২০২৫ ইং তারিখে ফুলবাড়িয়ার ভবানীপুরে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ বাংলাদেশ, ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে একমত বিনিময় সভা ও আহ্বায়ক কমিটি গঠন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৩ নং ভবানীপুর ইউনিয়নের বিরিঝিনি মোড়ে বিকাল ৪ টায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা জনাব, আব্দুর রাজ্জাক সরকার। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন, মাওলানা মোঃ আবু শুয়াইব খান।আহ্বায়ক ময়মনসিংহ জেলা শাখা। প্রধান বক্তা হিসেবে ছিলেন, মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান। সদস্য সচিব ময়মনসিংহ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মুফতি জনাব নূরে আলম সিদ্দিকী। সভাপতি ইসলামী আন্দোলন ফুলবাড়িয়া উপজেলা শাখা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, হাফেজ মাওলানা মোঃ সোহান উদ্দিন, মাওলানা আইয়ুব আলী, আব্দুল আল মামুন সাব্বির ও মাওলানা মোরশেদ করিম আজাদী।
এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ দলীয় কার্যক্রম নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সকলের বক্তব্য শেষে ফুলবাড়িয়া উপজেলা শাখার ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক কমিটিতে যারা আছেন তাদের নামের তালিকা নিম্নরূপ : ১)মোহাম্মদ রাশেদুল ইসলাম তারেক।আহবায়ক ফুলবাড়িয়া উপজেলা শাখা। ২)মোঃ শেখ রাশেদ। সদস্য সচিব। ৩)মোঃ সজিবুল ইসলাম সদস্য ৪)মোহাম্মদ আব্দুল কাদের সদস্য। পরিশেষে আহবায়ক কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।