প্রচন্ড তাপদাহ শেষে ঝড়ের তাণ্ডব ময়মনসিংহে
মোঃ মাহবুবুল আলম, মফস্বল সম্পাদক, ময়মনসিংহ।
গত কয়েকদিন যাবৎ প্রচন্ড তাপদাহ শুরু হয়েছে দেশে সর্বত্র। কখনো বৃষ্টি আবার কখনো তীব্র গরম লক্ষ্য করা যাচ্ছে। এতে করে মানুষের জনজীবন হয়ে উঠছে অতিষ্ঠ ।রোগী, শিশু ও শিক্ষার্থী সহ সাধারণ জনগণ কষ্টকর জীবন অতিবাহিত করছে।
অদ্য ২/০৯/২০২৫ ইং তারিখে রাত ১২ টার পর থেকে ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত শুরু হয়। সেই সাথে আকাশে চলে বিদ্যুতের ঝলকানি। ভাদ্র মাসের এই গরমের পর স্বস্তির বৃষ্টি মনে হলোও বাস্তবতা ছিল বিভিন্ন রূপ । বৃষ্টির সাথে বাতাসের গতি ছিলো ব্যাপক। বাতাসের গতি একসময় ঝড়ে রূপান্তরিত হয়। এসময় মানুষের মনে কিছুটা ভীতি উৎকন্ঠা কাজ করে। গাছসহ, গাছের ডালপালা ভেঙে পড়ে রাস্তাঘাট ও বিদ্যুৎ লাইনের উপরে। ফলে বিদ্যুৎ প্রবাহ বিঘ্নিত হয়।
গাছপালার পাশাপাশি, কলাবাগান ,পেঁপে বাগান সহ কৃষকদের সবজি বাগানেও কিছুটা ক্ষতিসাধন হয়।
তবে এই ঝরে কোথাও হতাহতের খবর পাওয়া যায়নি।
বাংলাদেশে সাধারণত বৈশাখ ও জৈষ্ঠ মাসে জ্বর হয়। কিন্তু ভাদ্র মাসে হঠাৎ এমন ঝড়ো হওয়া প্রাকৃতিকভাবে কিসের ইঙ্গিত তারা সকলেরই অজানা।
বিদ্যুৎ লাইনের উপর থেকে উপরে পড়া গাছপালা অপসারণ করে ,দ্রুত গতিতে বিদ্যুৎ প্রবাহ স্বাভাবিক হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর ।সেই সাথে প্রচন্ড তাপদাহ শেষে স্বস্তির বৃষ্টিতে জনজীবন স্বাভাবিক রূপে ফিরে আসবে এটাই কামনা সকলের।