বগুড়া শাজাহানপুরে শ্যামলী পরিবহন বাস তল্লাশিতে ১০ কেজি গাঁজাসহ দুইজন গ্রে,ফ তার
মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:
বগুড়ার শাজাহানপুরে পুলিশ অভিযান চালিয়ে ১০ (দশ) কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার (০১ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.) রাত ১১:২০ ঘটিকায় শাজাহানপুর থানার এসআই (নিঃ) মোঃ আবু সাঈদ ও সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্ট ডিউটির সময় এ অভিযান পরিচালনা করা হয়।ঘটনাস্থল ছিল রহিমাবাদ বি ব্লক ফ্লাইওভার ব্রিজের পূর্ব পাশে শ্যামলী বাস কাউন্টারের সামনে। এসময় শ্যামলী পরিবহনের ঢাকা মেট্রো ব-১৫-১২৬৬ নম্বরের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। বাসের বক্স থেকে একটি বেগুনি, গোলাপি ও কালো রঙ মিশ্রিত রেক্সিনের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটির ভেতরে লাল পলিথিন কাগজে কস্টেপে মোড়ানো অবস্থায় পাওয়া যায় মোট ১০ কেজি গাঁজা।এ ঘটনায় পুলিশ আসামি বিপ্লব কুমার দাস (৩৫), পিতা- শ্রী বিনয় চন্দ্র, সাং- বনগ্রাম, থানা- বেড়া, জেলা- পাবনা এবং মোঃ আলতাব হোসন (৩৯), পিতা- মোঃ পরশ উল্লাহ সরকার, সাং- বিলকলমি, থানা- শাহজাদপুর, জেলা- বগুড়া – এই দুইজনকে হাতেনাতে গ্রেফতার করে। উদ্ধারকৃত আলামত ও আসামিদের স্বাক্ষীদের উপস্থিতিতে জব্দ করে থানায় আনা হয়। এ ঘটনায় শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় মামলা (নম্বর- ০৫, তারিখ- ০২-০৯-২০২৫ খ্রি.) করা হয়েছে।