দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ভিন্নধর্মী উদ্দ্যোগ উপজেলা বিএনপির।
মীর শাহীন
লালমোহন উপজেলা প্রতিনিধি।
১ সেপ্টেম্বর বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালমোহন উপজেলা বিএনপির আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালিত হচ্ছে।
গতকাল সকাল ১০ থেকেই দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন ইউনিয়ন নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। দলীয় কর্মসূচীর অংশ হিসেবে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়।পরে বিশেষ আলোচন ও কেক কাটার মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মোঃ বাবুল পঞ্চায়েত,সহ-সভাপতি মোঃসোহেল আজিজ শাহীন পাটোয়ারী সহ প্রমুখ,পৌর বিএনপির সভাপতি মোঃ ছাদেক মিয়া ঝান্টু হাওলাদার সাধারণ সম্পাদক মোঃ বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদলের সভাপতি মোঃ কবির হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ হাসান কাজী সহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
কর্মসূচীর অংশ হিসেবে লালমোহন বাজার সংলগ্ন খালে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।
বিএনপির এই প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের সকল নেতা মানব সেবামূলক কাজে সবসময় বিএনপি পাশে থাকবে বলে লালমোহনের জনগনকে আশস্ত করেন।