ভোলায় অসহায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক মো: আজাদ জাহান।
স্টাফ রিপোর্ট : ইমন রহমান ভোলা
অসহায় শারীরিক প্রতিবন্ধীদের চলাচলের সুবিধার স্বার্থে জেলা pপ্রশাসকের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। অদ্য ১ সেপ্টেম্বর (সোমবার) দুপুর ১ ঘটিকার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে অসহায় হতদরিদ্রের মাঝে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এবং এসমস্থ সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদী সমাজের অবহেলিত জনগোষ্ঠী।
জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান দুই জন অসহায় শারীরিক প্রতিবন্ধীকে দুটি হুইলচেয়ার উপহার দেন।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, এ পর্যন্ত অর্ধশতাধিক শারীরিক প্রতিবন্ধী নারী-পুরুষের মাঝে একটি করে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।পর্যায়ক্রমে আর-ও ৬০ জনের মাঝে এ হুইলচেয়ার বিতরণের কার্যক্রম অনুষ্ঠিত হবে। এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক আজাদ জাহান। এ সময় আর-ও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আর-ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, গত ৬ মাসে জেলা প্রশাসকের পক্ষ থেকে অন্তত আড়াই হাজার অসহায় হতদরিদ্র মানুষকে সরকারি ও বেসরকারী অর্থায়নে নানা ধরনের সহযোগিতা প্রদান করা হয়েছে