কুড়িগ্রামে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কুড়িগ্রাম প্রতিনিধিঃ মোহাম্মদ আব্দুল আজিজ
ইসলাম১লা সেপ্টেম্বর
কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কয়েক হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
সোমবার ১ লা সেপ্টেম্বর দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন
দলীয় কার্যালয় হতে আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের ঘোষপাড়ায় পথ সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা,সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু,যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব,জেলা বিএনপির সদস্য, মাসুদ রানা,আবু দারদা হেলাল,জেলা মহিলা দলের সভানেত্রী রেশমা সুলতানা, যুবদলের সভাপতি মোঃ রায়হান কবীর,সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, রাকিবুল ইসলাম বকসী(রকি) জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আমিমুল এহসান সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বক্তব্যে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সফিকুল ইসলাম বেবু বলেন, নির্বাচন বানচালে নানা রকম ষড়যন্ত্র চলছে, আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনব ইনশাআল্লাহ্।জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন,নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র আমাদের রুখতে হবে।আমরা সকল প্রকার ষড়যন্ত্র ঠেকাতে আগামীতেও ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ।