দিনাজপুরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা
দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা।
বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর (রোববার) বিকেলে দিনাজপুরের ঐতিহাসিক মাঠে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই আনন্দ র্যালি বের করা হয়। এ সময় আব্দুলপুর ইউনিয়ন থেকে ১৫০টি মোটরসাইকেলসহ ১২টি ইউনিয়নের মোট প্রায় ১,২৫০টিরও বেশি মোটরসাইকেল অংশ নেয়।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ শোভাযাত্রায় বিএনপি’র নেতাকর্মীরা দলীয় স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর মাঠে আনন্দ র্যালিতে যোগ দেয়।