দুর্গাপুরের স্টিয়ারিং ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে( ৪) জন আ,হ,ত ( ১)জন নি,হ,ত
মোঃ শাহিনুর রহমান আকাশ, স্টাফ রিপোর্টার রাজশাহী
রাজশাহীর দুর্গাপুরে সিএনজি ও স্টিয়ারিং ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক যুবক। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
সোমবার দুপুরে দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের কিশোরপুর বাজারের পূর্ব পাশে পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাহেরপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা স্টিয়ারিং ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে সিএনজির যাত্রী রাজশাহীর পুঠিয়া উপজেলার সরগাছী গ্রামের ইয়াছিন আলীর ছেলে আফজাল (১৯) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়াও নিহত আফজালের চাচাতো ভাই মামুন, এবং অপর তিন যাত্রী সাগর , সবুজ ও সাদিকুল, আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর সিএনজি ও ভুটভুটির চালক পালিয়ে যায়। বর্তমানে নিহতের মরদেহ দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।