রৌমারীতে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
সাহের আলী রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
রৌমারীতে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা। রৌমারী উপজেলায় সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩১ আগস্ট) রৌমারী হাট বাজারে এই অভিযান চালান উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদার ।সরকারি দামে এক বস্তা টিএসপি সারের দাম ১ হাজার ৩৫০ টাকা। কিন্তু কৃষকদের কাছ থেকে ৪০০শত টাকা বেশি নিয়ে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের ভিটা বাড়ি গ্ৰামের মৃত মজিবুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম মিনু প্রতি বস্তা বিক্রি করছিলেন ১ হাজার ৭৫০ টাকা এবং রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের জন্তিরকান্দা গ্ৰামের মোজাম্মেলের ছেলে মোসলেম উদ্দিন প্রতি বস্তা বিক্রি করছিলেন ১ হাজার ৭৫০ টাকা । ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ এ দোষ স্বীকার করায় মোসলেম উদ্দিনকে ২০০০/-(দুই হাজার) ও জাহিদুল ইসলাম মিনুকে ৫০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা করেন। পরে তারা অর্থ দন্ড পরিশোধ করে সাজা হতে মুক্তি পায়।উজ্জ্বল কুমার হালদার বলেন, কৃষকের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। কৃষকের স্বার্থ রক্ষায় অভিযান চলবে।অভিযানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাইয়ুম চৌধুরী প্রসিকিউশন দেন। এছাড়া এসআই রেজাউল করিম ও পুলিশ সদস্যরা সহযোগীতা করেন।