নওগাঁর বদলগাছীতে বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ঘোষিত ৩১ দফার প্রচারণা উপলক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার হাটখোলা বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাজু হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সদস্য, মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি ও ৪৮-নওগাঁ-৩ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা রবিউল আলম বুলেট।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিলু হোসেন, সদস্য আসাদুজ্জামান ভুট্টু, বদলগাছী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আহসানুল হক মোস্তাকিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পথসভায় রবিউল আলম বুলেট বলেন-
“দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩: ↑ বাস্তবায়নের মাধ্যমেই দেশে হারিয়ে যাওয়া আলম বুলেটা
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিন্ধু হোসেন, সদস্য আসাদুজ্জামান ভুট্টু, বদলগাছী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আহসানুল হক মোস্তাকিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।পথসভায় রবিউল আলম বুলেট বলেন-
“দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই দেশে হারিয়ে যাওয়া আইনের সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব।
বাংলাদেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের কোনো বিকল্প নেই।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, “আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় হবে ইনশাল্লাহ, এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে।