চিরিরবন্দর উপজেলার আবু সাঈদ মিলনায়তনে নবনিযুক্ত শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা
মোঃ আমজাদ হোসেন
উপজেলা প্রতিনিধি চিরিরবন্দর দিনাজপুর
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আবু সাঈদ মিলনায়তনে ৩১ আগস্ট ২০২৫ তারিখে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত নবনিযুক্ত শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়সহ শিক্ষা বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় অতিথিবৃন্দ নবনিযুক্ত শিক্ষকদের আন্তরিক অভিনন্দন জানান এবং দায়িত্বশীলতা ও নিষ্ঠার সাথে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের জন্য আহ্বান জানান। বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাই শিক্ষকতা পেশাকে মর্যাদা ও নিষ্ঠার সাথে পালন করার মাধ্যমে আগামী প্রজন্মকে সঠিক পথে গড়ে তোলার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।
অতিথিদের বক্তব্য শেষে মতবিনিময় পর্বে নবাগত শিক্ষকরা নিজেদের মতামত ব্যক্ত করেন এবং ভবিষ্যতে দায়িত্ব পালনে অঙ্গীকার ব্যক্ত করেন।