কালীগঞ্জে আদালতের রায় অবমাননা করে জমি জবরদখলের অভিযোগ উঠেছে।
মোঃ আলীহোসেন লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের ২ নং ওয়ার্ড মৌজা শাখাতী গ্রামে এই ঘটনা ঘটে ।
শনিবার(৩০ আগস্ট) সকালে শিশির কুমার রায় তার দলবল নিয়ে আদালতের রায় অবমাননা করে, জোরপূর্বক দখলের চেষ্টা, ভাঙচুর, শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ উঠেছে। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অভিযুক্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি ভুক্তভোগীর আশীষ কুমারের।
সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার শাখাতী গ্রামের বাসিন্দা আশীষ কুমার রায় তার জমির যে এল নং- ০৩,খতিয়ান নং -১৩৫৬ দাগ নং- ৪৯৬৯,৪৯৬৪ মোট দুই দাগে জমি ৬৬ শতক দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসতেছে।কিন্তু একই এলাকার শিশির কুমার রায় তার দলবল নিয়ে উক্ত জমি জবরদখলের অপচেষ্টায় লিপ্ত বলে অভিযোগ উঠেছে
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)রমজান আলী বলেন, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।