ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে কেঁছির আঘাতে আলমগির হোসেন সোহাগ নামে একব্যক্তি নিহত
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি চট্টগ্রাম
ফেনী সদর ফাজিলপুর ইউনিয়নে কেঁছির আঘাতে একব্যক্তি নিহতের আসামি গ্রেফতার করেছে পুলিশ।
ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের রাজনগরে কথা কাটাকাটির জেরে আলমগীর হোসেন সোহাগ নামে এক ব্যক্তি কেঁচির আঘাতে নি-হত হয়েছেন। এ ঘটনায় আসামি এরশাদ মিয়াকে ছাগলনাইয়া উপজেলার হরিপুরে নানার বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছে।
নিহতের স্ত্রী শারমিন আক্তার ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, গ্রেফতারকৃত এরশাদের বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ আরও নয়টি মামলা রয়েছে।
এ ঘটনার মাত্র চারদিন আগে একটি মমলায় জামিনে মুক্তি পেয়েছিল এরশাদ।
নিহতের স্ত্রী শারমিন আক্তার বলেন, “আমি আমার স্বামী হত্যার সঠিক বিচার চাই।
তিনি তিন সন্তানকে সঙ্গে নিয়ে আদালতে উপস্থিত হয়ে ন্যায়বিচারের দাবি জানান।