1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন

বাউফলে বিরোধের জেরে এলজিইডি’র অব. সার্ভেয়রকে মারধরের অভিযোগ!

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

বাউফলে বিরোধের জেরে এলজিইডি’র অব. সার্ভেয়রকে মারধরের অভিযোগ!

পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ রুবেল হোসাইন

 

পটুয়াখালীর বাউফলে উপজেলা জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুমকি এলজিইডির কার্যালয়ের সাবেক সার্ভেয়র আমিনুল ইসলামকে (৬০) মারধর করার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা বাজারে এ হামলার ঘটনা ঘটেছে।

ভুক্তভোগীর বরাতে পুলিশ জানায়, রাত আনুমানিক ১০টার দিকে বাজারের শহিদ মৃধার দোকানের সামনে অভিযুক্ত কবির হোসেন তাকে অবরুদ্ধ করে মারধর করেন। জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আগে থেকেই তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল।

আমিনুল ইসলাম জানান, ঘটনার দিন সকালে বিরোধপূর্ণ জমির বিরোধের জেরে আমার বাড়ির আঙিনার গাছপালা কাটার চেষ্টাও করেন কবির। তবে স্থানীয়রা বাধা দিলে পরিস্থিতি শান্ত হয়। তখন শান্ত ভাবেই ঘটনাস্থল ত্যাগ করেন অভিযুক্ত। রাতে তাকে একা পেয়ে মারধর করা হয়।

এ অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কবির হোসেন। তিনি বলেন, অভিযোগগুলো ভিত্তিহীন এবং মিথ্যা।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত কর্মকর্তা জানান, ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে৷ প্রাথমিক চিকিৎসা দেয়া হলে, ভিকটিম নিজের ইচ্ছায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে যান।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার জানান, অভিযোগ তদন্তে একজন উপ-পরিদর্শককে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট