দুর্নীতি ও খুনিদের হাত থেকে দেশকে বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে- আশিকুল ইসলাম
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি চট্টগ্রাম
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আশিকুল ইসলাম বলেছেন, গত বছর জুলাই-আগস্টে ছাত্র আন্দোলন চলাকালে অনেক শিক্ষার্থী জীবন দিয়েছেন, পঙ্গু হয়েছেন এবং চোখ হারিয়েছেন একটি সুন্দর দেশ পাবার জন্য।
প্রচলিত নির্বাচন পদ্ধতি কালো টাকার দৌরাত্ম্য, পেশিশক্তি এবং ভোট জালিয়াতির সুযোগ তৈরি করে, যা দেশের সম্পদ বিদেশে পাচার এবং চাঁদাবাজির জন্ম দেয়।
তাই এই নির্বাচন পদ্ধতি আর বাংলার জমিনে দেখতে চাই না।
পিআর পদ্ধতির পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, পিআর পদ্ধতি চালু হলে একটি সুষম সংসদ তৈরি হবে।
বিশ্বের ৯১টি দেশে এই পদ্ধতি চালু আছে এবং কোনো দেশই এটিকে বাতিল করেনি; বরং নতুন করে আরও দেশ এই পদ্ধতির দিকে ঝুঁকছে।
আজ বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, বিকেল ৪টায় শহরের শহীদ মিনারে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি আলী আহমদ ফোরকান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মীর হোসাইন হৃদয়।
তিনি বলেন, দেশের সিংহভাগ রাজনৈতিক দলই পিআর পদ্ধতির নির্বাচন চায়, কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল এর বিরোধিতা করছে।
তাই সরকারের প্রতি গণভোটের আহ্বান জানাচ্ছি, জনগণের কাছে মত জানতে চাওয়া হোক, তারা কোন পদ্ধতিতে নির্বাচন চায়। সুজন (সুশাসনের জন্য নাগরিক) পরিচালিত এক জরিপের কথা উল্লেখ করে তিনি বলেন, দেখা গেছে, ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতির পক্ষে মত দিয়েছেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে ফেনীর পাঁচগাছিয়ায় শিশু নির্যাতনের পর হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, দেশে যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে, তাতে খুন, গুম ও ধর্ষণ মারাত্মক ব্যাধিতে পরিণত হয়েছে। তিনি অপরাধ প্রবণতা রোধে দ্রুত বিচার কার্যকর করার পাশাপাশি দেশে শরীয়া আইন