1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
বাবুগঞ্জ-লাকুটিয়া সড়ক সংস্কারের দাবিতে চাঁদপাশা ইউনিয়নে মানববন্ধন। মেঘনার বুকের একাকী সাক্ষী: লাল পোল ব্রিজের করুণ কাহিনি আশুলিয়ায় চার লাখ টাকার জাল নোটসহ নারী-পুরুষ গ্রে,প্তা,র বরিশালের বাকেরগঞ্জ উপজেলা কারিগরি মাদ্রাসার মতবিনিময় সভা অনুষ্ঠিত। জামালপুর পৌরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করতে জামালপুর পৌরসভা বদ্ধপরিকর।। মহাদেবপুরে ডিবিসি নিউজ এর জেলা প্রতিনিধি সাজুর উপর হামলা নগরকান্দায় শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত চিরিরবন্দর আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান হেলাল সরকার আ,ট,ক, আদালতে সপর্দ। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাবাকে হ,ত্যা, ছেলে আ,টক বান্দরবানের লামায় নিখোঁজের ৪ দিন পর শিশুর ম,র,দেহ উ,দ্ধা,র

দুর্গাপূজার সূচনায় রাকসু নির্বাচন, ক্ষুব্ধ…….

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

দুর্গাপূজার সূচনায় রাকসু নির্বাচন, ক্ষুব্ধ…….

অপু, স্টাফ রিপোর্টার, রাজশাহী।

শিক্ষার্থীরা জানান, সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব দুর্গাপূজার সূচনা মহাষষ্ঠী ওই দিন (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। এমন একটা দিন ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে, যেদিন দুর্গাপূজার সূচনা ‘মহাষষ্ঠী’। ফলে প্রায় তিন হাজার সনাতন শিক্ষার্থী কার্যত ভোটের বাইরে চলে যাবেন বলে অভিযোগ করেন তাঁরা। ১৩ দিন পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোট গ্রহণ ২৮ সেপ্টেম্বর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইন বিভাগের শিক্ষার্থী ও হল সংসদে সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী রায়হান হোসেন। উপস্থিত ছিলেন সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার, ফাহিম রেজাসহ কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের স্বতন্ত্র প্রার্থীরা।

রায়হান হোসেন বলেন, নির্বাচন কমিশন যে তারিখ ঘোষণা করেছে, তা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি নির্বাচন কমিশনকে ক্ষমা চেয়ে বিকেল ৫টার মধ্যে পূর্বনির্ধারিত ভোটের তারিখ পুনর্বহাল রাখার ঘোষণা দিতে হবে। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

তবে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘২৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় খোলা থাকবে। ২৯ সেপ্টেম্বর পাঠদান বন্ধ থাকলেও অফিস কার্যক্রম চলবে।
যেহেতু পূজা মূলত অক্টোবর মাসে শুরু হবে, তাই পূজার ছুটিকে সম্মান জানিয়ে এ তারিখ নির্ধারণ করা হয়েছে।

এর আগে কাল দুপুরে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম ভোটের এ নতুন তারিখ ঘোষণা করেন। তিনি জানান, তফসিলের কাজে কিছুটা বাধাগ্রস্ত হওয়ায় ভোটের দিন পরিবর্তন করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ থেকে ৩১ আগস্ট মনোনয়নপত্র বিতরণ, ১ থেকে ৪ সেপ্টেম্বর ও ৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, ৮ ও ৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ১১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ১৪ সেপ্টেম্বর প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ১৬ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ২৮ সেপ্টেম্বর একাডেমিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ শেষে একই দিন ফলাফল প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট