ফের চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম
মোহাম্মদ ফখরুল ইসলাম (বাঁশখালী উপজেলা প্রতিনিধি)
চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে আবারও নির্বাচিত হয়ে পুরুস্কৃত হলেন বাঁশখালী থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি)জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম।
২৭/০৮/২০২৫খ্রি. জুলাই/২০২৫খ্রি. মাসের পারফরম্যান্সের ভিত্তিতে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে স্বীকৃতি স্বরুপ চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজিত মাসিক কল্যাণ ও অপরাধ সভায় চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়ের পক্ষ থেকে এ পুরস্কার ও ক্র্যাস্ট সম্মাননা গ্রহণ করেন ।এছাড়াও বাঁশখালী থানায় কর্মরত আরোও ৩ কর্মকর্তা বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কৃত হন….
এসআই(নিরস্ত্র) মোঃ জামাল হোসেন শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার, এসআই (নিরস্ত্র) রুবেল চন্দ্র সিংহ শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার হিসাবে পুরস্কার প্রাপ্ত হন।
উল্লেখ্য,জুলাই/২০২৫খ্রি. মাসে ৩২টি মামলা নিস্পত্তি, ১৮২টি অভিযোগ নিস্পত্তি, ১৯৪টি ওয়ারেন্ট নিস্পত্তি, ২৮ জন আসামী গ্রেফতার সহ ৪১,৩৮৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৮০ লিটার মদ উদ্ধার, মোবাইল-১৫টি , ০১ জন অপহৃত ভিকটিম উদ্ধার এবং থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান স্বরূপ চট্টগ্রাম জেলার “ক” শ্রেণীর থানা গুলোর মধ্যে তিনি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে বিবেচিত হয়ে পুরুস্কৃত হন।
বাঁশখালী থানার ওসি জনাব মোঃ সাইফুল ইসলাম জানান যে,এই স্বীকৃতি পাওয়া আমার জন্য এক অনন্য সম্মান ও প্রেরণা। সততা, দায়িত্বশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গিই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এ অর্জন আমার একার নয় এটি আমার সহকর্মী, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ স্থানীয় জনগনের আন্তরিক সহযোগিতার ফল। এ সম্মান আমাকে আরও অনুপ্রাণিত করবে দেশের সেবা ও জনগণের কল্যাণে নিজেকে নিবেদিত রাখতে ।
ভবিষ্যতেও এ সফলতার ধারাবাহিকতা বজায় রাখতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করি।
বাঁশখালী থানার সেকেন্ড অফিসার মোঃ আরিফ হোসেন জনান যে,
বাঁশখালী থানার এই ধারাবাহিক সফলতা থানার প্রতিটি সদস্যের সততার সহিত দায়িত্ব আদায় , পেশাদারিত্ব ও জনসেবার অঙ্গীকারমুলুক কাজের প্রতিফলন। এই অর্জন বাঁশখালী থানার সকল সদস্য গর্বিত ও আনন্দিত।
সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি জনগণের আস্থাও বৃদ্ধি করবে। মাদক ও অস্ত্র উদ্ধারে ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদী।
এবং দোয়া ও সহযোগিতা কামনা করেন।