ঝিনাইদহ সদর উপজেলা ৬, নং গান্না ইউনিয়ন, ৯,নং ওয়াডের গান্না বাজার গ্রামের ঝন্টু মিয়া (৫৫) আজ বুধবার বাড়িতে অসুস্থবোধ করলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন চিকিৎসা অবস্থায়
তিনি ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
তিনি ঝিনাইদহ সদর উপজেলা
৬,নং গান্না ইউনিয়নের মৎস্যজীবী দল এর সিনিয়র সহ -সভাপতি। তার মৃত্যুের ঝিনাইদহ জেলা মৎস্যজীবীদলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি শোকসন্তপ্ত ও গভীর সমবেদনা জ্ঞাপন করেন ঝিনাইদহ জেলা আহবায়ক- মুস্তাফিজুর রহমান খোকন
সদস্য সচিব -শাহনেওয়াজ সুমন।
তার মৃত্যুে পরিবার সহ এলাকায় যেনো শোকের ছায়া নিমে এসেছে।