আগামী ৩১ আগস্ট শিবগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে মহিলা সমাবেশ সফল করার লক্ষ্যে আজ বিকেলে মাঝিহট্র ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ জোবায়ের । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ,উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আল রাহী , মহিলা দলের সাধারণ সম্পাদক তাজমেরী তুহিন , উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সহসভাপতি নাছির উদ্দীন, ইউনিয়ন যুবদলের সভাপতি হাসান,সাধারণ সম্পাদক এনামুল, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী, সিনিয়র সভাপতি সেলিম রেজা, সেচ্ছাসেবকদল সভাপতি আবু সরদার, ছাত্রদলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সাংগঠনিক সম্পাদক রাব্বি হাসান, রনি প্রমুখ।
প্রস্তুতি সভায় আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে মহিলাদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি প্রতিটি ঘরে ঘরে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের সালাম পৌঁছে দেওয়ার অনুরোধ জানানো হয়।