নাজিরপুরে উপজেলা প্রশাসক ৫৪ পরিবারের মধ্যে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন
মোঃ আরিফুল ইসলাম মিল্টন
উপজেলা প্রতিনিধি নাজিরপুর (পিরোজপুর)।
নাজিরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫৪ পরিবারের মধ্যে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ উপজেলা প্রশাসন বিতরণ করেন।
নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ (তমা)নাজিরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫৪ পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা দপ্তর সূত্র মতে জানা যায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্ত পরিবারের কে দুই বান্ডিল দেউটিন ও নগদ অর্থ সাহায্য করেন। বরাদ্দকৃত নগদ অর্থ দুই ক্যাটাগরিতে ভাগ করা হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৬০০০ হাজার টাকা নগদ ও দুই বান্ডিল ঢেউ টিন দেওয়া হয় এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩০০০ হাজার টাকা নগদ ও দুই বান্ডিল ঢেউটিন দেওয়া হয়।