জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে দেশে উন্নয়নের জোয়ার বইবে : মীর সরফত আলী সপু
আরাফাত ভূঁইয়া শান্ত
জেলা,প্রতিনিধি,মুন্সীগঞ্জ
জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে দেশে উন্নয়নের জোয়ার বইবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
বুধবার বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল উচ্চ বিদ্যালয় আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মীর সরফত আলী সপু বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে যেসব হত্যা ও গুমের ঘটনা ঘটেছে তার বিচার বাংলার মাটিতেই হবে। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও ক্রীড়াসহ প্রতিটি খাতে উন্নয়ন এনে দেশকে এগিয়ে নেবে বিএনপি।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মীর উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, মুন্সীগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ন আহবায়ক প্রিন্স নাদিম, সিরাজদিখান থানা ছাত্রদলের সভাপতি সাফকাত জুহানিয়া রকি,জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।
ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় সিরাজদিখানের উত্তর রাঙ্গামালিয়ার মৌলভী মাঠ প্রাঙ্গণে। টুর্নামেন্টের আয়োজক ছিলেন বাসাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।