নীলফামারির জলঢাকা ও চিলাহাটিতে মালয়েশিয়ার রামবুটান ফলের চাষাবাদ
নীলফামারী জেলা প্রতিনিধি মোজাফফর হোসেন রনি
চিলাহাটি এবং জলঢাকায় মালয়েশিয়ান, বিদেশি ফলের চাষাবাদ শুরু হয়েছে, য়া রংপুর বিভাগের মধ্যে এটিই প্রথম, জলঢাকার খাদিজা আক্তার তিনি আমাদেরকে জানান য়ে শখের বশে তিনি, ২০১৮ সালে তিনি ১৮ টি চারা বাড়ির পাশে রোপন করেন, এবং ২০২৫ সালে ব্যাপক পরিমাণে রামবুটান ফল ধরে সে ফল তিনি পাইকারি দরে প্রতি কেজি ১৩০০ থেকে ১৬০০ টাকা বিক্রি করেন, এতে খাদিজা আক্তার প্রায় ৪০০ কেজির মত ফল, বিক্রি করেছেন এতে করে তিনি লাভোবান হয়েছেন,জলঢাকার কৃষি অফিসার মিজানুর রহমান জানান যে এটি ইন্দোনেশিয়ান ফল খেতে খুবই সুস্বাদু এবং খাদিজা আক্তার কে ৩০হাজার টাকা সরকার থেকে সহযোগিতা করা হয়েছিল চব্বিশ সালে, এবং সামনের দিকে খাদিজা আক্তার কে ব্যাপক পরিমাণে ঋণ দেওয়া হবে যেন সে মালয়েশিয়ান ফল চাষ করে এ ফলের বীজ হতে চারা পৌঁছে দিতে পারেন সাধারণ মানুষের কাছে।