চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সড়ক দু,র্ঘ,টনা নি,হত ২
মনজুর আলম স্টাপ রিপোর্টার কক্সবাজার
কক্সবাজারে রামু উপজেলার স্বপ্নতরী নামক স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটনাস্থলেই ২জন নিহত! অনেকেই আহত কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া মারছা বাসের সাথে প্রাইভেট কারের সংঘর্ষ হয় প্রাইভেট কারটি তোমরা দুমড়ে মুছে যায়!
স্থানীয়দের মতে কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া মারছা বাসের সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয় ২জন নিহত হয় অনেকেই আহত হয়! রামু ফায়ার সার্ভিসে উদ্দার টিম এসে নিহতের লাশ মর্গে পাঠাই আহতদের উদ্দার করে নিকটতম হাসপাতালে পাঠিয়েছে!
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যেন মৃত্যুপুর এক সড়কের নাম! প্রতিনিয়ত এই মহাসড়কে দুর্ঘটনা লেগেই থাকে
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় ল্যান করার জন্য মানববন্ধন প্রতিনিয়ত করা হলেও যেন দেখার কেউ নাই!