1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
দৈনিক স্বদেশ বিচিত্রার প্রধান কার্যালয়ে হামলা ও সম্পাদকের প্রাণ নাশের হুমকির প্রতিবাদে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় গাজীপুরের পুলিশ কমিশনার থাকেন ঢাকায় রাস্তা বন্ধ করে ঢুকেন গাজীপুরে নারী নির্যাতন প্রতিরোধ দিবসের ডাক উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত। সেলবরষ ইউনিয়ন বিএনপির ৯নং ওয়ার্ড কর্মীসভা বাবুগঞ্জ জামায়াতে ইসলামী নেতাদের নদী ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন নীলফামারির ডোমারে আখের বাম্পার ফলন লোহাগাড়ায় ফেনসিডিল ব্যবসায় জড়িত থাকা এসআই কামাল প্রত্যাহার রাজাপুরে ১৫ দিন ধরে নারী নিখোঁজ, স্বজনদের আহ্বান জানিয়েছেন জনসাধারণের প্রতি।

শমশেরনগর হাসপাতালে সিজারবিহীন শিশু ভূমিষ্ট

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

শমশেরনগর হাসপাতালে সিজারবিহীন শিশু ভূমিষ্ট

আবদাল মিয়া মৌলভীবাজার জেলাপ্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর জেনারেল হাসপাতালে সিজারবিহীন এক ছেলেশিশু ভূমিষ্ট হয়েছে।

শনিবার (২৩ আগষ্ট) সন্ধ্যা ৭টায় শমশেরনগর জেনারেল হাসপাতালে খিজির উদ্দিন ও রোমানা বেগম দম্পত্যির এ পুত্র সন্তানের জন্ম হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মা ও সদ্য নবজাতক শিশু সুস্থ আছেন।

ইনডোর সার্ভিস চালু না হওয়া হাসপাতালে প্রথমবারের মতো সিজারবিহীন শিশু স্বাভাবিকভাবে জন্মগ্রহণের ঘটনায় হাসপাতাল সহ মরাজানেরপার গ্রামজুড়ে বইছে আনন্দ ও উচ্ছ্বাসের বন্যা। বিভিন্ন সূত্রে জানা যায়, কমলগঞ্জ পৌর এলাকার ভানুগাছ নগর গ্রামের খিজির উদ্দিনের সন্তানসম্ভবা স্ত্রী রোমানা বেগম হাসপাতাল সংলগ্ন মরাজানেরপার গ্রামে বাবার বাড়ি বেড়াতে আসেন। সকাল ১১টার দিকে প্রসব ব্যথা শুরু হলে তাকে শমশেরনগর হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে আল্ট্রাসনোগ্রাম করে প্রসবসম্ভাবনা দেখা দিলে হাসপাতালের বেডে রোমানা বেগমকে অবজারভেশনে রাখা হয়। হাসপাতালের আউটডোর কার্যক্রম বিকেল ৩টার পর শেষ হয়ে গেলেও, গর্ভবতী মায়ের চিকিৎসায় এগিয়ে আসেন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট (মিডওয়াইফ) রমজানা বেগম, আব্দুল মন্নাফ ও মাসি সাবিত্রী। তারা মানবিক দায়িত্ববোধ থেকে সন্তান প্রসবের অপেক্ষায় চালিয়ে যান গর্ভবতী মায়ের পরিচর্চা। তাদের তত্ত্বাবধানে সন্ধ্যা ৭টায় সুস্থ ও স্বাভাবিকভাবে সিজারবিহীন রোমানা বেগম এর এক পুত্র সন্তানের জন্ম হয়।

খবর শুনে শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সহ-সভাপতি মুজিবুর রহমান রঞ্জু, সদস্য সচিব আব্দুস সালাম এবং মেডিকেল অফিসার ডাঃ অক্ষয় সাহা হাসপাতালে ছুটে আসেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ প্রথম নবজাতক হিসেবে মা ও নবজাতক শিশুকে অভিনন্দন জানান এবং নতুন বস্ত্র ও প্রয়োজনীয় সামগ্রী উপহার প্রদান করে।

নবজাতকের নিকটাত্মীয়রা বলেন, সিজারবিহীন শিশুর জন্ম আজ বিরল। এ ঘটনা শমশেরনগর হাসপাতালে চিকিৎসাসেবার প্রতি মানুষের আস্থা আরও বাড়াবে। তারা হাসপাতাল কর্তৃপক্ষ, ডাক্তার, কর্মকর্তা-কর্মচারী এবং ষ্টাফদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

শমশেরনগর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানান, বর্তমান সময়ে স্বাভাবিক প্রসবের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। আগে যেখানে একজন নারী অধিকাংশ ক্ষেত্রেই স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিতেন, আজ সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই সিজারিয়ান অপারেশনের মাধ্যমে প্রসব হচ্ছে। শমশেরনগর হাসপাতাল এ ব্যাপারে কমিটেড যে, সিজারবিহীন শিশুর জন্মগ্রহণে সহায়তা করে মা ও শিশুর নিরাপত্তা বিধানে কাজ করা এবং প্রতিটি পরিবারের উপর চাপানো অনৈতিক খরচ থেকে মানুষকে বাঁচানোর চেষ্টা করা। কোন কোন ক্ষেত্রে যদি সিজারের দরকার হয় তখন যাতে সাথে সাথে আল্ট্রাসাউন্ড সিষ্টেমের মাধ্যমে শিশুরকে পর্যবেক্ষণ করে দরকার হলে এম্বোলেন্সের মাধ্যমে অন্য হাসপাতালে গর্ভবতী মাকে স্থানান্তর করে দরকার হলে সিজারের ব্যবস্থা করা।

আমরা খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছি। আমাদের হাসপাতালে প্রথম জন্ম নেওয়া শিশু হিসেবে আমরা তাকে সবসময় সব ধরণের সুযোগ সুবিধা দিয়ে যাব। এ শিশুটি ভবিষ্যতে হাসপাতালের বিশেষ সুযোগ-সুবিধা ভোগ করবে। হাসপাতালে ভূমিষ্ট প্রথম নবজাতক শিশু হিসেবে আমরা তাকে প্রয়োজনীয় কাপড়সহ ব্যবহারী সামগ্রী উপহার দিয়েছি। মা ও শিশু বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট